চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সিএনজিযোগে গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে চুনারুঘাটের উত্তর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার কালামন্ডল গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মহসিন (৩০) ও বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের তুুঙ্গেশ্বর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে দুলাল মিয়া (২৮) কে গাজাসহ গ্রেফতার করেন। এ বিষয়ে নবাগত ওসি শেখ নাজমুল হক বলেন মাদক ও জঙ্গিবাদের সঙ্গে যেই জড়িত থাকুকনা কেন, আমার জীবন থাকতে তাদের কোন অবস্থাতেই ছাড় দেয়া হবে না।
তিনি সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। সেই সঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক মুক্ত চুনারুঘাট গড়ার জন্য সকল মহলের সহযোগিতাও কামনা করেন।