স্টাফ রিপোর্টার ॥ চুরির সাথে জড়িত থাকার সন্দেহে তানভীর আহমেদ (২০)কে শহরের উত্তর শ্যামলী এলাকা থেকে আটক করেছে পুলিশ। সে ওই এলাকার মনতাজ মিয়ার পুত্র। গত সোমবার দিবাগত গভীর রাতে সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদ সে শহরে চুরি ছিনতাইয়ের সাথে জড়িত থাকার দ্বায় স্বীকার করে।
পুলিশ জানান, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান তালুকদারের বাসা সম্প্রতি চুরির ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ এ পর্যন্ত তানভীরসহ তার সহযোগী ৪জনকে আটক করেছে। অন্যরা হচ্ছে- সিরাজ, রিয়াজ ও লিটন। এরা কারাগারে রয়েছে।