গতকাল হবিগঞ্জের দৈনিক লোকালয় বার্তা পত্রিকায় ‘উচাইল মার্কেট বিক্রি করে দিল কেয়ারটেকার, সাব-রেজিস্ট্রারসহ ৪ জনের বিরুদ্ধে আদালতের নোটিশ’ শিরোনামে প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি গোচরে আসিয়াছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও কল্পনা প্রসূত। দীর্ঘদিন যাবত সংবাদে উল্লেখিত ১১৮০২ দাগে ৩ শতক এবং ১১৮০৪নং দাগে ১৭ শতক মোট ২০ শতক ভূমি বিক্রয়ের জন্য লন্ডন প্রবাসী ডাঃ আফজাল হোসেন তার পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী মোঃ সাইফুল আহম্মদকে উভয় পক্ষ হবিগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে স্বশরীরে উপস্থিত হইয়া বিগত ১৬/৫/১৩ইং তারিখে ২৯১৯/১৩ নম্বর আমোক্তার নিয়োগ করেন। উক্ত আমোক্তার দীর্ঘদিন যাবত বর্ণিত জমিটি বিক্রি করার জন্য বিভিন্ন জনবহুল স্থানে প্রকাশনার মাধ্যমে প্রচার করিয়া আসিলে, সে প্রেক্ষিতে হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জামাল আহম্মদের সহিত বর্ণিত সম্পত্তি বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়া আফজাল হোসেনের সহিত দাম দর সংক্রান্ত বিষয়ে মোবাইল ফোনে আলাপ আলোচনা করে দলিলে উল্লেখিত দাম আমোক্তার সাইফুল এবং আফজাল হোসেনের সহিত জামাল আহম্মদ বিক্রয় চুক্তিতে আবদ্ধ হইয়া বর্ণিত আমোক্তার সহ জমির কাগজাতসহ দলিল সম্পাদনের জন্য সাবরেজিস্ট্রার অফিসে বিগত ৩১/৩/১৪ইং তারিখে দলিলে বর্ণিত নগদ টাকা সমজাইয়া দিয়া ১৮৮৬/১৪ নং দলিল রেজিস্ট্রি করি। তৎপরবর্তীতে দলিলে বর্ণিত টাকা আমোক্তার মাধ্যমে আফজাল হোসেন সমজিয়া নিয়া তার প্রতিনিধির অর্থাৎ আত্মীয়-স্বজনের মাধ্যমে দলিল গ্রহীতা জামাল আহম্মদকে বর্ণিত ভূমির দখল সমজাইয়া দেন। তৎপরবর্তীতে আফজাল হোসেন কিছু সংখ্যক জমির দালাল ও প্রতারক চক্রের ফক্করে পড়িয়া বিভিন্ন প্রকার অপপ্রচারে লিপ্ত রহিয়াছেন যাহা মানহানিকর এবং দেশে প্রচলিত আইনের পরিপন্থি। আফজাল হোসেনের কিছু দূরবর্তী আত্মীয়-স্বজন অন্যায়ভাবে লাভবান হওয়ার হীন উদ্দেশ্যে আফজাল হোসেনকে বুঝাইতেছেন যে, বিক্রিত জমিটি আরো বেশি টাকায় বিক্রি করা যাইত কিন্তু বিগত ১৬/৫/১৩ইং হইতে আমোক্তার সাইফুল যখন বর্ণিত ভূমিটি আমোক্তার বলে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন জনবহুল স্থানে জায়গা বিক্রি হইবে নামে সাইনবোর্ডসহ বিভিন্নভাবে বিক্রির প্রচার করেন তখনতো আফজালের কোন আত্মীয়-স্বজন আমোক্তার সাইফুলকে কোন আপত্তি দেন নাই। উপরন্তু আফজালের কিছু আত্মীয়-স্বজন বিক্রিত ভূমির উপর টোপাইজ পাওয়ার দাবী আমোক্তার সাইফুলের নিকট রাখেন। তাদের অন্যায় দাবি পূরণ না করিয়া বিশ্বস্থতার সহিত বিক্রিত ভূমির সাকুল্য টাকা আফজাল হোসেনকে সমজাইয়া দেওয়ায় দালাল চক্র আফজাল হোসেনকে বিভিন্ন প্রলোভনে প্রলুব্ধ করিয়া এহেন পরিস্থিতির সৃষ্টি করিয়াছে এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি করিতেছে।
সাইফুল আহম্মদ।