প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ ও হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এক বিবৃতিতে তিনি হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ মোঃ আব্দুল আহাদ ফারুক ও বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবালসহ কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেয়ায় সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান এপিসহ সকল নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ করে হবিগঞ্জ, লাখাই, শায়েস্তাগঞ্জ উপজেলার উন্নয়নের রূপকার, যার ঐকান্তিক প্রচেষ্টায় হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, যার নেতৃত্বে হবিগঞ্জ আওয়ামীলীগ অত্যন্ত সুসংগঠিত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি, হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দায়িত্ব পালনে সকলস্তরের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।