রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ও তুলসীপুরে ৩টি ব্যবসা প্রতিষ্টানে অবৈধ ভাবে স্পীড বিক্রির অভিযোগে ৬ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। পুলিশ সূত্রে জানা যায় গতকাল বুধবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন জাহানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে চৌমুহনী বাজারের সেলিম মিয়ার দোকানে এবং তুলসীপুর বাজারের শ্যামল দেব ও জাবেদুর রহমানের দোকানে অভিযান চালিয়ে স্পীড জব্দ করে। পরে অবৈধ ভাবে স্পীড বিক্রির দায়ে সেলিম মিয়াকে ১ হাজার, শ্যামল দেবকে ২ হাজার এবং জাবেদুর রহমানকে ৩ হাজার টাকা জরিমান করা হয়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চুনারুঘাট সার্কেলের ইন্সেপেক্টর ফনিভূষন রায়, থানার এস.আই শামস-ই-তাব্ররীজ উপস্থিত ছিলেন।