স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ঔষধ, মোটরযান ও জাতীয় পতাকা আইনে ৮টি প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল রোববার দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টকে সহায়তা করেন বাহুবল মডেল থানার এসআই সুপিয়ার ও সার্টিফিকেট সহকারী অমিয় রঞ্জন দত্ত। এ সময় বাহুবল বাজারের ৮টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।