শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

আজমিরীগঞ্জ থানার ওসি নাজমুল হকের বিদায় সংবর্ধনা ॥ নবাগত ওসিকে বরণ

  • আপডেট টাইম সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হককে বিদায় সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন তরফদারকে বরণ করা হয়েছে। গতকাল থানা প্রাঙ্গণে থানার সকল অফিসার ও ফোর্সদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শৈলেন চাকমার সভাপতিত্বে অতিথি ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজবাহ উদ্দিন ভূইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তফছির মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামান আলী, জলসুখা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকগণ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন-সরকারি চাকুরীর কারণে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে এটা স্বাভাবিক। তবে যারা ভাল কাজ করে যান তাদের আজীবন মানুষ স্মরণ করবে। অফিসার ইনচার্জ নামজুল হক তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। তিনি নবাগত ওসি মোশারফ হোসেন তরফদারকে স্বাগত জানিয়ে বলেন-এ উপজেলায় মাদক নিয়ন্ত্রন, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সকলের সহযোগিতা নিয়ে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। সভায় বক্তারা বলেন-ওসি নাজমুল হক মাদক, চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়াও গ্রাম্য দাঙ্গা নিয়ন্ত্রণে তিনি ভূমিকা রেখেছেন। সর্বোপরি তার দায়িত্ব পালনকালে উপজেলার মানুষ শান্তিতে থাকতে পেড়েছেন। সভায় বক্তারা তার মঙ্গল কামনা করে নতুন কর্মস্থলের উজ্জল ভবিষ্যত কামনা করেন। সভা শেষে বিদায়ী ওসি শেখ নাজমুল হককে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয় এবং নবাগত ওসি মোশারফ হোসেন তরফদারকে ফুলের তোড়া বরণ করা হয়। পরে এক সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com