শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

নবীগঞ্জে কুশিয়ারায় নদীর ভাঙ্গনরোধে বরাদ্দ দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে মন্ত্রণালয়

  • আপডেট টাইম শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৭৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুশিয়ারা এলাকায় নদী ভাঁঙ্গনরোধে গৃহীত বিশেষ প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এনিয়ে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে পানিসম্পদ মন্ত্রণালয়। সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনায় বর্ষা মৌসুম শুরুর পূর্বেই কার্যাদেশ বাস্তবায়নের নিমিত্তে ঠিকাদারী প্রতিষ্ঠান দ্রুত গতিতে কাজ শুরু করে। ওদিকে, নদীর বাঁধ সুরক্ষায় নি¤œ মানের কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এরই প্রেক্ষিতে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন জাতীয় সংসদের হুইফ শামসুল হক চৌধুরী। এসময় স্থানীয় সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদগাজীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ৯০০ মিটার ভাঁঙ্গন কবলিত এলাকায় বিশেষ বরাদ্দের অংশ হিসেবে ৪০০ মিটার এরিয়াকে প্রজেক্টভুক্ত করা হয়। আরো প্রায় ৫০০ মিটারকে প্রকল্পের আওতায় বাস্তবায়নের দাবি উঠেছে। চলমান প্রজেক্ট বাস্তবায়নের ফলে নদী রক্ষা বাঁধ সুরক্ষিত হয়েছে। এলাকায় স্বস্তি ফিরে এসেছে। প্রজেক্ট এলাকায় নদীর চরের দখল সুরক্ষায় একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। এনিয়ে নিরব রয়েছে উপজেলা প্রশাসন ও হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। ৪০০ মিটার প্রজেক্টভুক্ত এরিয়া সরেজমিন পরিদর্শনে অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন হুইফ শামসুল হক চৌধুরী। ওদিকে, স্থানীয় লোকজনের দাবি, নদী ভাঁঙ্গনরোধে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে কোন প্রজেক্টই কার্যকর হবেনা। এনিয়ে উপজেলা প্রশাসনের নিরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার নদী ভাঙ্গন কবলিত দীঘলবাক এলাকার উন্নয়নে ২ কোটি ২৪ লাখ টাকার একটি বিশেষ প্রকল্প গ্রহণ করে পানি সম্পদ মন্ত্রণালয়। স্থানীয় সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজীর সুপারিশের ভিত্তিতে প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রজেক্টের অনুমোদন দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। ৮১ হাজার গানি ব্যাগ ও ৪৩ হাজার জিও ব্যাগ সংবলিত প্রজেক্ট বাস্তবায়নে নিয়োজিত রয়েছে ফাহাদ এন্টারপ্রাইজ। প্রজেক্ট বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়। এনিয়ে হবিগঞ্জ আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে আলোচনার সূত্রপাত করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুলী সেলিম। এসময় বৈঠকে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী এমপি বলেন, মন্ত্রীর নির্দেশনায় বর্ষা মৌসুম শুরুর পূর্বেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক তদারকি করছে। প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির সুযোগ নেই। ¯’ানীয়দের দাবি, কুশিয়ারা নদীর ভাঙ্গনের ফলে নদীর ডাইক (বাঁধ) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। টেকসই কাজের জন্য ২০-২৫ মিটার ভেতর থেকে শুরু করতে হবে। বর্তমান প্রজেক্টে নদীর অভ্যন্তরে ১২-২৫ মিটার গভীরতায় কার্যক্রম পরিচালিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কাজ বর্ষা মৌসুম শুরুর পূর্বেই সমাপ্ত করা জরুরী। অন্যথায় দুর্নীতির আশ্রয় নেবে ঠিকাদারী প্রতিষ্ঠান। ইমারত আইন ও বিধি মোতাবেক জনগুরুত্বপূর্ণ ওই প্রজেক্ট বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। বালু উত্তোলন বন্ধ করতে হবে। অন্যথায় যত বড় প্রকল্পই হউক জনগণের কোন কাজে আসবেনা। কুশিয়ারা এলাকায় ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় অবাধে বালু উত্তোলনের ফলে প্রতি বছর প্রায় ১৫-২০ মিটার জনপদ নদী গর্ভে বিলীন হয়। দীঘলবাঁক ইউনিয়নের দীঘলবাক গ্রাম ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে। সার্বিক বিষয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এল সৈকত বলেন, মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় প্রকল্প কাজে সার্বক্ষণিক নজরদারী করেছি। এখানে দুর্নীতির সুযোগ নেই। গৃহীত প্রজেক্ট বাস্তবায়নের ফলে নদীর ¯্রােত ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। আর এটাই প্রজেক্টের সুফল। দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, নদী ভাঁঙ্গনরোধে গৃহীত ওই প্রকল্প বাস্তবায়নে নি¤œমানের কার্যক্রম পরিচালনার অভিযোগ খতিয়ে দেখার জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইফ শামসুল হক চৌধুরী। এসময় বাস্তবায়িত প্রায় ৪০০ মিটার প্রজেক্ট এরিয়া পরিদর্শন করেন তিনি। কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান ফাহাদ এন্টারপ্রাইজের পক্ষে কার্যক্রম পরিচালনা করছেন দীঘলবাক উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিবলী খায়ের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com