স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে বজ্রপাতে শান্ত কুমার দাস (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল ৫ টার দিকে উপজেলার ২ নং বদলপুর ইউনিয়নের অন্তরগত পূর্বকালনী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সুশান্ত দাস এর ছেলে।
জানা যায়, শান্ত কমার দাস গতকাল শুক্রবার বিকালে বাড়ির পাশে মাঠে গ্রামের অন্যান্য কিশোরদের সাথে ফুটবল খেলতে যায়। উল্লেখিত সময়ে বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়। সে পূর্ব কালনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তার মৃত্যু পরিবারে শোকে ছায়া নেমে এসেছে।