স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের উন্নয়নে প্রবাসীরা কাজ করতে চান। কিন্তু সে জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা সদরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ইয়ুথ এসোসিয়েশন হবিগঞ্জ ইউকে এর প্রেসিডেন্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে হবিগঞ্জকে বদলে দেয়া সম্ভব। এক সময় প্রবাসীদের কোন সংগঠন ছিলনা। এখন অনেক সংগঠন গড়ে উঠেছে। অনেকেই দেশের মানুষের জন্য কাজ করছেন। সবার মাঝেই দেশের মানুষের জন্য ভাল কিছু করার মানষিকতা কাজ করছে। এ সময় তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিল সমৃদ্ধকরণের লক্ষ্যে প্রতি বছর ইয়ুথ এসোসিয়েশন ইউকে হবিগঞ্জের ফান্ড থেকে আর্থিক অনুদান দেয়ার ঘোষণা দেন। প্রয়োজনে সংগঠনের গঠনতন্ত্রে তা উল্লেখ করে রাখারও ঘোষণা দেন। একই সাথে হবিগঞ্জের উন্নয়নে এ সংগঠন থেকে একটি ট্রাস্ট গঠনের ইচ্ছার কথাও উল্লেখ করেন তিনি। সভায় তিনি ‘ইয়ুথ এসোসিয়েশন ইউকে’কে আরও সমৃদ্ধ করতে ইংল্যান্ড প্রবাসী হবিগঞ্জবাসীকে সংগঠনের সাথে যুক্ত হওয়ারও আহ্বান জানান। প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকনের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তৃতা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, ভোরের কাগজ প্রতিনিধি শফিকুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া প্রমূখ।