মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শীর্ষ মাদকব্যবসায়ী ফজলুর রহমান ছাবু (৪৫)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তার হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আটক ছাবু মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বনগাও গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মানিকুল ইসলাম এতথ্য নিশ্চত করেছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
মাধবপুর থানার নবাগত অফিসার ইনর্চাজ কে এম আজমিরুজ্জান জানান এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে ছাবুসহ অপর একজনকে আসামী করে ডিবি পুলিশ একটি মামলা দিয়েছে।