স্টফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পুরান বাজারে কালাম মিয়া (২৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় এ ঘটনাটি ঘটে। আহত কালাম মিয়া চুনারুঘাট উপজেলার কাচিশাইল গ্রামের আব্দুল হকের পুত্র। আহত ব্যবসায়ী কালাম মিয়া জানান, গতকাল ওই সময়ে একই বাজারের ব্যবসায়ী আজমান মিয়া ও বিল্লার মিয়ার মধ্য ঝগড়া হয়। এ সময় বিল্লাল মিয়া তাদেরকে ঝগড়া না করতে বলে। এক পর্যায়ে আজমান মিয়া কালাম মিয়ার উপর চড়াও হয়। এ সময় আজমান মিয়া ও এমরান মিয়া কালাম মিয়াকে উপর্যপূরি লাঠিঘাত করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন এসে কালাম মিয়াকে উদ্ধার করে হাসপতালে নিয়ে আসে। এছাড়াও কালাম মিয়ার দোকানে থাকা প্রায় ৮ হাজার টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে নেয় তারা। এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত কালাম মিয়ার মাথায় আঘাত রয়েছে। হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।