স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর ছবি ব্যবহার করে ব্যক্তিগত ফেইসবুক আইডি’র অবিকল আরেকটি আইডি খুলেছে এক কুচক্রী মহল। এরা ওই আইডি থেকে ফ্রেন্ডরিকুয়েস্ট প্রেরণসহ বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্টানের নিকট মেসেঞ্জারে মেসেজ দিয়ে টাকা দেয়ার জন্য আহ্বান জানাচ্ছে। সোমবার রাতে ওই আইডি খুলে কুচক্রী মহলটি প্রতারণা চালিয়ে যাচ্ছে। এদিকে বিষয়টি জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের নজরে আসলে তিনি তাৎক্ষণিক তার ব্যক্তিগত আইডি থেকে ভূয়া ওই আইডি সম্পর্কে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
জেলা প্রশাসক তাঁর ফেইসবুক আইডিতে সকল সিনিয়র শ্রদ্ধেয় স্যার, বন্ধু বান্ধব, শুভানুধ্যায়ীগণের অবগতির জন্য বলেন যে, সম্প্রতি আমার ব্যক্তিগত ফেইসবুক আইডির অনুরুপ একটি আইডি খুলে কোন ব্যক্তি বা গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে নতুন করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে মর্মে জানা গেছে। অতঃপর তাদের কাছে অর্থ সাহায্য চাওয়া হচ্ছে। আমার পরিচিত সকলকে এ বিষয়ে সতর্ক থাকা এবং এ ধরণের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানান।