প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচী অনুসারে গতকাল সকাল ১১ ঘটিকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬ষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে এক র্যালীর আয়োজন করে। র্যালীটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অফিস ভবনের সামনে এক পথ সভায় মিলিত হয়। নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলির সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমেদ ও কলেজ ছাত্রদল নেতা শয়ন আহমেদ এর যৌথ পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া, কাওছার আলম, কলেজ ছাত্রদল নেতা রাজিব ভট্টাচার্য্য, মাহবুবুর রহমান, বারিক মিয়া, খলিলুর রহমান, শেখ সাফিউর রহমান, মোকাদ্দিস চৌধুরী, সাইফুর রহমান রাজন, জামিল আহমেদ, দিপু আহমেদ, জাকারিয়া সিকদার, ইকবাল, ইব্রাহিম আলী, সুয়েব, রিয়াদ, নাসির, মাহবুব, শাহিনুর, রুমন, জুনেদ, রাজু, তাহের প্রমুখ। আরো উপস্থিত ছিলেন আশরাফুল হাসান তপু, আফরোজ মিয়া, শাহেদুর রহমান দুলন, মামুন শিকদার, প্রসুন কান্তি, আলআমীন প্রমুখ। বক্তারা বলেন- সরকার তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র করে তারেক রহমানকে রাজনীতি থেকে বিতারিত করা যাবে না।