শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে ৬ পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী

  • আপডেট টাইম বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবী ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবীতে ২য় দিনের মতো অবস্থান কর্মসূচী পালন করেছে হবিগঞ্জ জেলার ৬ টি পৌরসভা। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচীতে যোগ দেন মাধবপুুর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও একই দিন সকাল ৬ টা থেকে পরদিন সকাল ৬ টা পর্যন্ত সড়ক বাতি ও কঞ্জারভেন্সী সেবাসহ অন্যান্য সকল দাপ্তরিক সেবা বন্ধ রাখার কর্মসূচীও সারা দেশের মতো পালন করছে এ পৌরসভাগুলো। প্রেসক্লাবের সামনে পালিত অবস্থান কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজান, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, চুনারুঘাট পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা সামছুসহ অন্যান্যরা। বক্তারা বলেন সারাদেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নাগরিকদের সেবা দানের জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকেন। নাগরিকদের পর্যন্ত ময়লা-আবর্জনা অপসারণ, রাস্তার বাতি, পানি সরবরাহসহ সকল সেবা প্রদান করার কাজে পৌরকর্মকর্তারা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করলেও তাদের বেতন রাষ্ট্রীয় কোষগার থেকে হয় না। তারা বলেন, এটা পৌর কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অবিচার ও বৈষম্যমুলক আচরণ। বক্তারা এ দাবীর প্রতি একাত্মতা প্রকাশ করে অবিলম্বে তাদের দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। দাবীর প্রতি আরো একাত্মতা প্রকাশ করেন পৌর কাউন্সিলর মোঃ আলমগীর, গৌতম কুমার রায়, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। অবস্থান কর্মসূচীতে অংশগ্রহনকারী বাংলাদেশ সার্ভিস এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফয়েজ আহমেদসহ অন্যান্যরা তাদের বক্তব্যে বলেন রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাসহ পেনশনের দাবী পুরন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। তারা আগামী ১৪ জুলাই ঢাকায় আয়োজিত মহাসমাবেশ সফল করার আহবান জানান। অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিস এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকিবুর রহমান, মৌলভীবাজার পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আব্দুল গাফফার জনি, হবিগঞ্জ পৌরসভার সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলন, শায়েস্তগঞ্জ পৌরসভার সভাপতি মোঃ মাহবুব আলম পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ সিরজুল ইসলাম, মাধবপুর পৌরসভার সভাপতি বিনয় রঞ্জন রায়, সাধারণ সম্পাদক সনজিৎ কুমার বিশ্বাস, নবীগঞ্জ পৌরসভার সভাপতি শহীদুল হক, সাধারণ সম্পাদক শেখ জালাল, আজমিরীগঞ্জ পৌরসভার সভাপতি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ হেদায়েতুল ইসলাম, চুনারুঘাট পৌরসভার সভাপতি কাজী মোঃ আবু ওবায়েদ ও সাধারণ সম্পাদক মোঃ তাহির আলীসহ জেলার ৬ টি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com