স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘ দিন পলাতক থাকা দাঙ্গা হাঙ্গামার মামলার অন্যতম আসামী মাজহারুল ইসলাম মিঠুকে গ্রেফতার করেছে। গত সোমবার দুপুরে বানিয়াচং থানার এএসআই মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৭নং বড়ইউরি ইউনিয়ন পরিষদ এর সামন থেকে তাকে গ্রেফতার করে। ওই দিন তাকে আদালতে প্রেরন করা হয়। গ্রেফতারকৃত মাজহারুল ইসলাম মিঠু ইউনিয়ন বিএনপির আহ্বায়ক
কালাইনজুরা গ্রামের আতাউর রহমান মামনের ছেলে। উল্লেখ্য, গ্রেফতারকৃত মিঠু বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে।