স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী ছাওয়ালপীর দরবার শরীফের দরবার শরীফের আগামী ৯ জুলাই ৫২তম উরস অনুষ্ঠিত হবে। প্রতি বছর ন্যায় এবারও পইল, আসামপাড়া ফকিরবাড়িতে এ উরস অনুষ্ঠিত হবে। উরসকে ঘিরে মেলা বসবে। বিভিন্ন স্থান থেকে শত শত বক্তবৃন্দরা উরসে অংশ গ্রহণ করবেন। ৯ জুলাই ২৫ আষাঢ় রোজ মঙ্গলবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এ উরস মোবারক চলবে। দরবার শরীফের খাদেম জানান, ভক্তবৃন্দদেও জন্য সুব্যবস্থা রয়েছে। কোন ধরণের অপ্রীতিকার ঘটনা না ঘটার জন্য আইনশৃংখলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। তিনি সকলকে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।