শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কর্মরত ৩৫জন গনমাধ্যমকর্মীকে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি’র উজ্জীবন প্রকল্পের কারিগরী সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এই কর্মশালার আয়োজন করে।
গত শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কর্মশালার সূচনা করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএসএআইডি উজ্জীবন প্রকল্পের আউটরিচ ম্যানেজার এএইচএম ইকবাল, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান কামাল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, কর্মশলায় সমন্বয়ক শ্রীমঙ্গল প্রেসকাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।
কর্মশালায় ফেসেলিটেটর ছিলেন ইউএসএআইডি’র উজ্জীবন প্রকল্পের আউটরিচ ম্যানেজার এএইচএম ইকবাল, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খায়রুজ্জামান, আর এসএফ’র বাংলাদেশ সংবাদদাতা সালিম সামাদ, দৈনিক কালের কণ্ঠ’র সিনিয়র প্রতিবেদক পার্থ সারথি দাস, ডেইলি অবজারভার এর সিনিয়র প্রতিবেদক খুরশীদ মহল শাপলা।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মহসিন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কর্মশালার কো-অর্ডিনেটর ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মহসিন পারভেজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাইমিন মিল্টন, মোহনা টিভি’র প্রতিনিধি আতাউর রহমান কাজল, বাংলা নিউজটোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র ডিভিশনাল করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি দীপংকর ভট্টাচার্য লিটন, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আবুজার রহমান বাবলা, যুগান্তরের প্রতিনিধি সৈয়দ সালাহউদ্দিন।
কর্মশালায় শ্রীমঙ্গল, কমলগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৩৫ জন সাংবাদিক অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।