মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের মনতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক বহরা ইউপি হলরুমে আয়োজিত মাদক, ইভটিজিং ও আইন শৃংখলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে। রবিবার বিকেলে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মাধবপুর সার্কেল মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামেশ রঞ্জন কর, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক মধু, অপরুপা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহার, সাংবাদিক আবুল হোসেন সবুজ, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক তিতন, মোঃ সাজু মিয়া, ইউনুছ মিয়া, সাজু মিয়া প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সহকারি পুলিশ সুপার মাধবপুর সার্কেল মোঃ নাজিম উদ্দিন বলেন, চুরি ডাকাতি মাদক ও ইভটিজিং সহ সবধরনের অনৈতিক কাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হল। সামনে ঈদুল আযহা গরু চুরি বৃদ্ধি পেতে পারে, আপনারা জনগন গরু চুরির বিরুদ্ধে পলিশকে সহযোগিতা করুন। আমরা কথা দিচ্ছি আপনারা শান্তিতে ঘুমাতে পারবেন।