স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ এম এ রব অসুস্থ্য। তাঁকে ঢাকার ইউনাইটেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।
গত মঙ্গলবার রাতে ডাক্তার এম এ রব অসুস্থতা বোধ করেন। বুধবার সকালে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তারের পরামর্শে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার অবনতি হলে দ্রুত সিলেট থেকে গতকাল ঢাকা ইউনাইটেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই হাসপাতালের আইসিইউতে তাঁকে অবজারবেশনে রাখা হয়েছে। এদিকে ডাক্তার এম এ রবের পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।