নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। যুবতীর নাম কেয়া রানী দাশ (১৬)। তিনি নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের বেগমপুর গ্রামের বাচ্চু দাশের মেয়ে।
পুলিশ ও তার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরের খাবার খাওয়ার পর পারিবারিক কথা নিয়ে রাগ করে নিজের শয়ন কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয় কেয়া। পরে ঘরের তীরের সাথে ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন। তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সুরাতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি শুনেছি আমার অফিসার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।