নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা। তিন দিনব্যাপী এ মেলা চলবে ২৪ জুন হতে ২৬ জুন পর্যন্ত। সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় স্থাপিত এ মেলার আয়োজন করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল সোমবার মেলার প্রথম দিনেই অনেক দর্শনার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মেলা বিভিন্ন স্টল ঘুরে দেখতে দেখা গেছে। এর মধ্যে বাদ যায়নি স্কুলগামী শিার্থীসহ অভিভাবকেরাও। মেলায় ১৩ টি স্টলে ই-কৃষি সেবা, পরিবেশ সংরণ, শস্যের নিবিড়তা বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি, পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসল চাষ, জৈব বালাইনাশক এর ব্যবহার, বীজ সংরক্ষণ প্রযুক্তি, মাটির গুণাগুন বৃদ্ধি, বিভিন্নরকম দেশীয় ফল, নিন্ম অঞ্চলে ভাসমান পদ্ধতিতে ফসল আবাদ, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রভৃতি প্রযুক্তি প্রদর্শনসহ কৃষকের জন্য রয়েছে কৃষি ডক্টর’স কর্ণার এ সেবা গ্রহণের সুযোগ ও রয়েছে কুইজ প্রতিযোগিতা। গতকাল মেলা পরিদর্শন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গৌরাপদ দে, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ, সাধরণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, ইউপি সদস্য শামছুন্নেহার, আশিকুন বেগম, মায়ারুন বেগম, ফয়জুন আক্তার মনি প্রমূখ। আগামী ২৬ জুন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। ওই দিন প্রধান অতিথি কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
এদিকে, সূত্রে জানা গেছে এ প্রকল্পটি চলতি বছর শেষ হয়ে যাচ্ছে। এ ধরণের প্রকল্প পুনরায় গ্রহণ করা হলে কৃষকগণ একসাথে সাজানো এতগুলো প্রযুক্তি দেখতে পেরে তাদের প্রযুক্তিজ্ঞানের বিকাশ ঘটবে বলে মনে করছেন সচেতন মহল।