স্টাফ রিপোর্টার ॥ আজ হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন সুষ্টু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ১০ জন পুলিশ ১২জন আনসার দায়িত্ব পালন করবেন। নির্বাচনে আইনশৃংখলা রক্ষার দায়িত্বে পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি ও র্যাব সদস্যরা রয়েছেন। এছাড়া প্রতিটি দু’কেন্দ্রে থাকবে ভ্রাম্যমান আদালত। পৌর এলাকার ২০টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রই ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রিটানিং কর্মকর্তা খোরশেদ আলম জানান-ভোট গ্রহণের জন্য সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। হবিগঞ্জ পৌরসভায় এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। তাই ভোটারদের মধ্যে আগ্রহ একটু বেশিই।
নির্বাচনে আইনশৃংখলা রক্ষার দায়িত্বে পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি ও র্যাব সদস্যরা রয়েছেন এবং একাধিক ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করবেন। তিনি জানান-প্রতিটি ভোট কেন্দ্রে ১০ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।