স্টাফ রিপোর্টার ॥ তালিকাভুক্ত হুন্ডি কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে হবিগঞ্জ জেলার ৯ জনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এই হুন্ডি কারবারিদের নাম বিভিন্ন গোয়েন্দা সংস্থার করা তালিকায় রয়েছে। হবিগঞ্জ জেলার মধ্যে রয়েছে-ফরিদ মিয়া, শাহজাহান মিয়া, বাবুল মিয়া, জসিম উদ্দিন, জাবেদ খান, সুমন মিয়া, ডালিম মিয়া, মোস্তাক আহমেদ ও ইমরান আহমদ। জানা গেছে, সিলেটের ৩৮ হুন্ডি কারবারিকে নজরে রেখেছে পুলিশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এদের বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ সদর দপ্তর। বিভিন্ন গোয়েন্দা সংস্থা সারাদেশে হুন্ডি কারবারিদের একটি তালিকা করে। তালিকায় নাম রয়েছে ৬৩০ জনের। তন্মধ্যে ৩৮ জন সিলেট বিভাগের চারটি জেলার। পুলিশের আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সংবাদমাধ্যমকে বলেছেন, তালিকাভুক্ত হুন্ডি কারবারিদের ধরতে ইতি মধ্যে পুলিশের বিভিন্ন ইউনিট মাঠে নেমেছে।