স্টাফ রিপোর্টার ॥ স্কটিশ পার্লামেন্টের তিনজন এমপি র সাথে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে হবিগঞ্জ শহরের স্কাই কিং রেস্টুরেন্টে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই মতবিনিময় সভায় উভয় দেশের ব্যবসায়ীদের মাঝে সেতুবন্দন সৃষ্টির প্রত্যয় ব্যাক্ত করেন স্বটিশ এমপি ও শ্যাডো মন্ত্রী ফয়সল চৌধুরী এমবিই, মাইলস্ ব্রীগস ও এভিলিন টুইড।
বিস্তারিত