নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর গ্রামের আমেরিকা প্রবাসী বিশ্বমনি সরকারের পিতৃদেবতা ব্যাসমনি সরকার ও পুর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ১ লা আগস্ট সোমবার বিকালে সম্পন্ন হয়েছে। এতে গীতাপাঠ করেন বিশিষ্ট গীতাপাঠক প্রসথ সরকার। অনুষ্ঠানমালার মধ্যে ছিল অধিবাস, গীতাপাঠ, হরিনাম সংকীর্তন, দধিভান্ড ভঞ্জন, মহাপ্রসাদ বিতরন ও হরিলুট।
বিস্তারিত