স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার হাইওয়ে সড়কে লক্কর-ঝক্কর মেয়াদ উত্তীর্ণ ম্যাক্সির বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ২০টি লক্কর-ঝক্কর ম্যাক্সি আটক করা হয়েছে। ৫টি মামলা দায়ের করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জানান, হবিগঞ্জ জেলার ৫০০টি লক্কর-ঝক্কর ম্যাক্সি বিভিন্ন স্থানে চলাচল করছে। এগুলোর ব্রেক ফেল এবং চাকার নেই বিট। ফলে প্রতিদিনই মারাত্মক দুর্ঘটনা ঘটছে।
বিস্তারিত