আবুল কাশেম, লাখাই থেকে ॥ বানিয়াচংয়ে একশিশু ও লাখাইয়ে দুই কৃষকসহ বজ্রাঘাতে ৩জন নিহত হয়েছে। বানিয়াচংয়ে নিহত শিশুর নাম মঈন উদ্দিন (১০)। সে মক্রমপুর ইউনিয়নের হিয়ালা আলগা বাড়ি গ্রামের ফুল মিয়ার ছেলে। লাখাইয়ে নিহত কৃষকরা হলেন, মোড়াকুরি ইউনিয়নের স্বজনগ্রামের কাদির মিয়ার ছেলে নুফুল মিয়া (৪৫) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আপন মিয়া (৩৫)। স্থানীয়
বিস্তারিত