স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সফররত ব্রিটিশ পার্লামেন্টের ৩ এমপি ও সিটি কর্পোরেশনের ৪ কাউন্সিলকে হবিগঞ্জ শহরের আমিরচাঁন কমপ্লেক্সের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধিতরা হলেন, মানচেস্টার সেন্ট্রাল আসনের এমপি লুসি পাওয়েল, বার্মিংহাম লেডিউড আসনের এমপি শাবানা মাহমুদ, মানচেস্টার হুয়াইটিংটন আসনের এমপি জেফ স্মিথ। সংবর্ধিত কাউন্সিলররা হলেন, কাউন্সিলর লুৎফুর রহমান, কাউন্সিলর আবিদ চোহান, কাউন্সিলর বাসিত শেখ
বিস্তারিত