স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের বালিখাল নদীতে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ফাইলে বানিয়াচঙ্গ উপজেলার বাগাহাতা গ্রামের সোনারতরী ও জিলুয়ার হীরারতরী নৌকা অংশ নেন। এতে বাগাহাতা গ্রামের সোনারতরী ১ম স্থান অর্জন করে বিজয়ী হয়। প্রতিযোগীতা ২য় স্থান অর্জন করে জিলুয়ার হীরারতরী নৌকা। ৩য় স্থান অর্জন করে বাহুবলের রুয়াইলের সুশান্ত সরকার এর নৌকা।
বিস্তারিত