চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ধেদারচে চলছে মাদক চোরাচালান। প্রশাসন এসব চোরাচালান রোধ করতে পারছে না। ওই পয়েন্ট দিয়ে প্রতিদিন দেশে প্রবেশ করছে ভারতীয় ইয়াবা, মদ, গাঁজা, ফেনসিডিল, হিরোইনসহ নানান জাতের মাদক দ্রব্য। বিজিবি পুলিশ সময় সময়ে কিছু মুখস্থ মামলা দায়ের করে দায়িত্ব হালাল করছে। সীমান্ত সুত্র জানা যায়, দেশের রাজনৈতিক অস্থিরতার
বিস্তারিত