প্রেস বিজ্ঞপ্তি ॥ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন শ্রী শ্রী নরসিংহ জিউমন্দির হবিগঞ্জে ৯ দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে। প্রতিদিন ভাগবত পাঠ, জপনাম লীলামৃত পাঠ, কীর্ত্তন। মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতীর্কীর্তন, ভজন সংগীত, বৈদিক নৃত্য, ম্যাগাজিন অনুষ্ঠান ও বৈদিক নাটক মঞ্চস্থ হচ্ছে। উল্লেখ্য-গত ২৯ জুন থেকে শুরু হয়েছে ৯ দিন ব্যাপী রথযাত্রা মহোৎসব।
বিস্তারিত